নৌকায় ভোট চাইতে মাঠে মহসিন কলেজ ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে জনমত গঠন ও ভোট চাইতে মাঠ পর্যায়ে কাজ করছে মহসিন কলেজ ছাত্রলীগ।

বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই মাঠে কাজ করছিল মহসিন কলেজের ছাত্রলীগের কর্মীরা। তবে মাঝখানে করোনার আক্রমণে রাজপথে মিছিল করতে না পারলেও থেমে ছিল না ভার্চুয়াল প্রচারণা। যদিও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ বহু চেষ্টার পরও এই কলেজে কোন কমিটি দিতে না পারলেও কোন ধরনের পদ পদবীর পরিচয় ছাড়াই শুধুমাত্র নৌকার সমর্থক ও শেখ হাসিনার কর্মী হিসেবেই কাজ করছে বলে জানান মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, আমি কখনও পদ পদবীর লোভে রাজনীতি করিনি। এই মহসিন কলেজে ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য অনেক শ্রম ও মেধা বিনিয়োগ করেছি। শিবির ও বিএনপির কাছ থেকে হয়েছিলাম আক্রমণের শিকার। তারপরও নগর ছাত্রলীগ আমাদের কোন ধরনের পরিচয় দিতে পারেনি। একটি কমিটিও করতে পারেনি। আমি শেখ হাসিনার কর্মী এটাই আমার একমাত্র পরিচয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছি ও করে যাব।

নগরীর বিভিন্ন ওর্য়াডে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে গণসংযোগ করে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ জানুয়ারি) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২২ নম্বর এনায়েত বাজারের প্রার্থী সলিম উল্লাহ্ বাচ্চুর ঘুড়ি এবং মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগের মোবাইল মার্কার সমর্থনে এলাকার বিভিন্ন মোড়ে মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

মহসিন কলেজ ছাত্রলীগের প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক নগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মো. জাহেদ, দেলোয়ার হোসেন, হোসাইন আহম্মেদ রুবেল, রুবেল সিকদার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা তুষার, মামুনুর রশীদ রাইহান, মো. রুবেল।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপসম্পাদক মোহাম্মদ জানে আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন রাব্বী, তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক মোহাম্মদ এনাম, ক্রীড়া বিষয়ক উপসম্পাদক এসএম সাইফুল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক রাকিন মাহাতাব রাফি, পতেঙ্গা থানা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. হাসান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল, আহাদ হাসান জিসান, জুলফিকার চৌধুরী মুবিন, নাজিম উদ্দিন, মঈনুল হোসেন, হাবিবুর রহমান সুজন, ফারহান উদ্দীন, আরিফুল ইসলাম ও প্রমুখ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm