নৌকায় ভোট চাইতে মাঠে নেমেছে শোবিজ তারকারা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে মাঠে নেমেছে শোবিজ তারকারা।

রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাব থেকে দুটি ট্রাকে করে প্রচারণায় নামেন তারা। এসময় রেজাউল করিম চৌধুরীকেও তাদের সাথে অংশ নিতে দেখা যায়।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের তত্ত্বাবধানে শুরু হওয়া এই প্রচারণায় আছেন- চিত্রনায়ক রিয়াজ, সায়মন সিকদার , চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, অপু বিশ্বাস, দিলারা হানিফ, মাহিয়া মাহি, অভিনেতা মীর সাব্বির, বিজরী বরকতউল্লাহ, তারিন প্রমুখ।

প্রেসক্লাব থেকে শুরু হওয়া এই প্রচারণা নগরীর কাজির দেউরী হয়ে বিকেল ৫টার দিকে নিউ মার্কেট মোড় পৌঁছে। এ সময় নিউ মার্কেট মোরে গাড়ি থামিয়ে রেজাউল করিমের নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন তারকারা। এসময় রূপালী জগতের তারকাদের দেখতে রাস্তার দুপাশে উৎসুক পথচারীদের ভীড় জমে যায়।

নিউমার্কেট থেকে ইস্পাহানি-জিইসি মোড়, ২ নম্বর রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে পর্যন্ত প্রচারণা চালানোর কথা রয়েছে তাদের।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm