নৌকার জন্য ভোট চাইলেন চবি উপাচার্য

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর জন্য দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ারি আবদুল খালেক মিলনায়তনে চবির ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের’ (হলুদ দল) উদ্যোগে আয়োজিত রেজাউল করিমের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ভোট প্রার্থনা করেন।

হলুদ দলের আহবায়ক ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে ও সহকারী প্রক্টর মরিয়ম ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাউছার হামিদ ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন সরকার।

মতবিনিময় সভায় উপাচার্য বলেন, বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের একটি অতীব গুরুত্বপূর্ণ নগরী। এ নগরের পিতার কাছে নাগরিকদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে দরকার একজন সৎ, যোগ্য, দক্ষ ও নির্লোভ-নিরঅহংকার নগরপিতার। মাননীয় প্রধানমন্ত্রী সুক্ষ্ম বিবেচনায় মো. রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়ে তাঁর সহজাত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। মেয়র প্রার্থী হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থা পূরণে সক্ষম হবেন; একইসাথে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে তাঁর সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিজেকে নিবেদিত রাখবেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আমাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সম্মানিত শিক্ষক সমাজ আমাকে অকুন্ঠ সমর্থন প্রদান করায় উপাচার্যসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময় তিনি আগামী ২৭ জানুয়ারি মেয়র নির্বাচনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারসহ দল মত নির্বিশেষে সকল মহলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm