নৌকার ইঞ্জিন মোটর কিনতে গিয়ে গ্রেপ্তার কর্ণফুলীর স্বেচ্ছাসেবক লীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নগরীর জুবলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

গ্রেপ্তার মিজানুর রহমান (৪৯) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইছানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

জানা গেছে, মিজানুর রহমান সোমবার বিকালে সাম্পান বা নৌকার ইঞ্জিনের বৈদ্যুতিক মোটর কেনার উদ্দেশ্যে নগরীর জুবলী রোডে যান। সেখান থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে আটক করে এবং যাচাই-বাছাই শেষে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়ে গ্রেপ্তার করেন।

তবে একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদীতে ইলিশ বা ঝাটকা মাছ কেনাবেচা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক পক্ষ কৌশলে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম জানান, বর্তমানে মিজানুর রহমান থানা হাজতে রয়েছেন। মঙ্গলবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm