নোংরা রান্নাঘর চট্টগ্রামের জামানসে, জরিমানা ১ লাখ ৩০ হাজার

রান্নাঘরের পরিবেশ নোংরা থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা গুনেছে আগ্রাবাদ বাদামতলীর জামান’স রেস্টুরেন্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (২ আগস্ট) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘আগ্রাবাদের জামান’স রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ নোংরা ছিল। তাদের কর্মীদের স্বাস্থ্যসনদ নেই। এজন্য তাদের এক লাখ ৩০ টাকা জরিমানা করা হয়েছে।’

একই অভিযানে নাসিরাবাদ শিল্প এলাকায় সড়কের ওপর অবৈধ ট্রাক পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ট্রাক মালিককে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!