অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির করায় বাকলিয়ার রাজাখালীর নুরজাহান বেকারিকে ৩০ হাজার জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে বায়েজিদ বোস্তামীতে ফুটপাত দখল করায় ৬ দোকানিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে মারুফা বেগম নেলী বলেন, নুরজাহান নামের একটি বেকারি নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বায়েজিদ এলাকায় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলায় ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সিটি কর্পোরেশনের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশ উপস্থিত ছিল।
বিএস/ডিজে