চট্টগ্রামের হাজী বিরিয়ানি নোংরা পরিবেশে খাবার বানায়, জরিমানা ২ লাখ

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটের হাজী বিরিয়ানি হাউসে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি তৈরির জন্য হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিামানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

মারুফা বেগম নেলী বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি তৈরি করে হাজী বিরিয়ানি হাউস। রান্নাঘরের পাশে জবাই করা গরুর মাংস প্রসেস, কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় তাদের ২ লাখ টাকা জরিামানা করা হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!