নোংরা পরিবেশে খাবার বানিয়ে জরিমানা খেল আগ্রাবাদের ফুড ফেয়ার

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) চট্টগ্রাম নগরী রঙ্গীপাড়ার ফুড ফেয়ার কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও বেকারিপণ্য উৎপাদন করায় তাদের ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন এবং বেকারি পণ্য উৎপাদন, কারখানা কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না করায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার ফুড ফেয়ার কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া রঙ্গীপাড়া কাঁচাবাজার এলাকায় বিভিন্ন ১০ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি ৩৬ হাজার ৮২০ টাকা, আয়কর ২৭ হাজার ও ভ্যাট ৩ হাজার টাকা আদায় করা হয়।

এই সময় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি দেওয়ার দায়ে ২ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm