নেপালের বিরুদ্ধে বাংলাদেশ দলে চট্টগ্রাম আবাহনীর তিন ফুটবলার

নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এই দলটি ঘোষণা করা হয়। তবে এ নিয়ে বাফুফে বিস্তারিত জানাবে বুধবার দুপুরে।

ঘোষিত দলে চট্টগ্রাম আবাহনী লিমিটেড থেকে ডাক পেয়েছেন তিনজন। এর মধ্যে রক্ষণভাগে ডাক পড়েছে মনজুরুর রহমান মানিকের। অন্যদিকে মধ্যমাঠে বাফুফের পছন্দ মানিক হোসেন মোল্লা এবং রাকিব হোসেন।

আগামী ১৩ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল। ২৩ অক্টোবর ম্যাচ দুটিকে সামনে রেখে ফার্স হোটেলে শুরু হবে স্বাগতিক দলের ক্যাম্প। সেখান থেকে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করবে লাল-সবুজরা। জাতীয় দলের কোচ জেমি ডে ২৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের প্রাথমিক দল

গোলরক্ষক
আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল কেসি লিমিটেড), শহিদুল আলম সোহেল (আবাহনী লিমিটেড), আনিসুর রহমান জিকু (বসুন্ধরা কিংস) ও পাপ্পু হোসেন (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড)।

রক্ষণভাগ
বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), তপু বর্মন (বসুন্ধরা কিংস), ইয়াসিন খান (বসুন্ধরা কিংস), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), টুটুল হোসেন বাদশা (আবাহনী লিমিটেড), রায়হান হাসান (আবাহনী লিমিটেড), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), ইয়াসিন আরাফাত (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), মনজুরুর রহমান মানিক ( চট্টগ্রাম আবাহনী লিমিটেড)।

মধ্যমাঠ
জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), মামুনুল ইসলাম (আবাহনী লিমিটেড), তারিক রায়হান কাজী (বসুন্ধরা কিংস), আতিকুর রহমান ফায়হাদ (বসুন্ধরা কিংস), রবিউল হাসান (বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস), মাসুক মিয়া জনি (বসুন্ধরা কিংস), সোহেল রানা (আবাহনী লিমিটেড), আরিফুর রহমান (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ এফসি), মানিক হোসেন মোল্লা (চট্টগ্রাম আবাহনী লিমিটেড), রাকিব হোসেন (চট্টগ্রাম আবাহনী লিমিটেড)।

আক্রমণভাগ
নাবিব নেওয়াজ জীবন (আবাহনী লিমিটেড), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), সাদ উদ্দিন (আবাহনী লিমিটেড), মো. আবদুল্লাহ (শেখ রাসেল কেসি লিমিটেড) , এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ এফসি), সুমন রেজা (উত্তর-বারিধারা), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড), তৌহিদুল ইসলাম সবুজ (বসুন্ধরা কিংস)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm