s alam cement
আক্রান্ত
৩২৫৭৮
সুস্থ
৩০৪৬৫
মৃত্যু
৩৬৭

নুরুল আজিম রনিও এবার করোনার কবলে

0

এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের আলোচিত করোনাযোদ্ধা নুরুল আজিম রনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নুরুল আজিম রনির করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে। নুরুল আজিম রনি নিজেই চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে জ্বরে ভোগায় এবং স্বাদ-গন্ধ না পাওয়ায় সোমবার (২৩ নভেম্বর) করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন তিনি। এরপরই ফলাফল আসে পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসাতেই অবস্থান করছেন।

চট্টগ্রাম প্রতিদিনকে নুরুল আজিম রনি বলেন, ‘স্বাদ গন্ধ না পাওয়ায় করোনা টেস্ট করতে নমুনা দিয়েছিলাম। জ্বরও আছে শরীরে। কাল প্রয়োজনীয় মেডিকেল টেস্টগুলোও করাবো। আপাতত বাসায় থেকে চিকিৎসা নেবো।’

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি করোনাকালে বেসরকারি হাসপাতাল মালিকদের সিন্ডিকেট কর্তৃক তৈরি করা চিকিৎসা সংকট নিরসনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

চট্টগ্রামে যখন করোনা আক্রান্তদের কেউ কেউ হাসপাতালে সিট না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার মত মর্মান্তিক ঘটনা ঘটতে শুরু করে, ঠিক সে সময়ে ব্যক্তিগত উদ্যোগে আরও কয়েকজন উদ্যমী তরুণের সঙ্গে মিলে করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করে এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রনি ও তার সহযোদ্ধারা।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন

বিশেষ প্রার্থীর পক্ষে প্রশাসনের অবস্থান ঘোলাটে করছে পরিস্থিতি

চট্টগ্রাম সিটির ভোটে ১২টি ওয়ার্ড হতে পারে রণক্ষেত্র, পুলিশের হিসাবে ২০

ksrm