নীড অ্যাপারেলসে শ্রমিক উত্তাল, বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ

শ্রমিকদের সময়মতো বেতন না দেয়া চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তুলাতলী এলাকার নীড অ্যাপারেলস নামে একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কারখানার প্রায় হাজারখানেক শ্রমিক একঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় উভয়পক্ষের বৈঠকে সমঝোতা হলে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী আব্দুল হান্নানের মালিকানাধীন ওই পোশাক কারখানায় গত দুইবছর ধরে অনিয়মিতভাবে বেতন পরিশোধ করা হচ্ছে। প্রায় প্রতিমাসেই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, ‘কারখানাটিতে প্রায় ৮০০ শ্রমিক কাজ করে। তাদের জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বারবার তাগাদা দিয়েও জুলাই মাসের বেতন পরিশোধের কোনো আশ্বাস না পেয়ে তারা রাস্তায় নেমেছিলেন। পৌন একঘণ্টার মতো তারা রাস্তায় ছিলেন। পরে আমরা শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করি।’

ওসি নেজাম আরও জানান, পুলিশের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। জুলাই মাসের বেতন ১০ সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বেতন চলতি মাসের ২০ তারিখ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা মেনে নিয়ে কাজে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে রাস্তায় অবস্থান নেন। এসময় শাহ আমানত সেতু- বহদ্দারহাট সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। রাস্তায় বসে শ্রমিকরা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে তুলে দেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm