নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে গেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।
তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ইশতিয়াক আহমেদ চৌধুরী। তিনি বলেন, বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত চেকআপের জন্য ৬ মাস অন্তর অন্তর দেশের বাইরে যান। এরই ধারাবাহিকতায় আজ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখানে সেন্ডভিউ হাসপাতালে চিকিৎসা নিবেন। আগামী (১৯ নভেম্বর) বাবা মাহতাব উদ্দিন চৌধুরী দেশে ফিরবেন।