নিহত বেড়ে ১৫, গ্রামজুড়ে মাতম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালা (জাঙ্গালিয়া) এলাকায় চট্টগ্রামমুখী লবণবোঝাই ট্রাকের সাথে চকরিয়ামুখী ছারপোকা (ম্যাজিক গাড়ীর) মুখোমুখি সংঘর্ষে এ নিয়ে মোট ১৫ জনের মৃত্যু ঘটল।

নিহতের মধ্যে সাংবাদিক কায়সার হামিদের দুই সহোদর জসিম উদ্দিন ও বেলাল উদ্দিন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত রাতে নিহতদের বেশিরভাগই লোহাগাড়া হতে আজিজ নগরের ও হারবাংয়ের যাত্রী ছিলেন বলে জানা যায়। ‌

রবিবার (২২ মার্চ) লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঘটনাস্থলে ১৩ জন ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়। এতে সর্বমোট ১৫ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- আজিজ নগরের আব্বাস উদ্দীনের ২ ছেলে জসিম উদ্দিন (২৪) ও তাওরাত হোসেন বেলাল (১৮), লোহাগাড়া সদর ইউনিয়নের লোহার দিঘিরপাড় এলাকার মরহুম জাফর আহমেদের ছেলে মো. জহির (২৩), বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার কালু মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২৯), লোহাগাড়া কলাউজান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (২৭), আজিজ নগর ভিলেজার পাড়ার লালু ফকির (৫৮), ইসলাম ট্রেডিং এলাকার মোস্তফিজ খলিফার পুত্র জসিম উদ্দিন, চকরিয়া হারবাং ইউনিয়নের লেদু ফকির, আনোয়ার হোসেন, চুনতি মীরেরখীলের আবদু রশীদের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), গারাঙ্গীয়া রঙ্গিপাড়া বুছার বর বাড়ির আবদুছ ছালাম (৬৫) সহ আরো কয়েকজন।

রোববার সকাল ১১টায় আজিজ নগর উলুমেদ্বীনিয়া মাদ্রাসা মাঠে দুই সহোদর জসিম উদ্দিন ও তাওরাত হেসেন বেলালসহ চার জনের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!