নিষেধাজ্ঞার পরও শিকার, ৪৫ মণ মাছ জব্দ আনোয়ারায়

আনোয়ারার বঙ্গোপসাগরের সমুদ্র অংশে অভিযান চালিয়ে ৪৫ মণ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (১২ জুলাই) গভীর রাতে নিষেধাজ্ঞাকালীন সামুদ্রিক মাছ শিকার করে পরিবহনের সময় ট্রাকসহ জব্দ করা হয়।

এই সময় আটকদের চালকদের ২ হাজার ও মাছশিকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন জানান, উদ্ধার করা ৪৫ মণ মাছ উন্মুক্ত স্থানে নিলামের মাধ্যমে ১ লাখ ৫৬ হাজার টাকা বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক।

জানা গেছে, ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসে। গোপন সূত্রে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর মাছগুলো উদ্ধার করে।

আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মানুষ সাগর থেকে মৎস্য শিকার করছেন। মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!