নিষিদ্ধ হল কওমী মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে লেখা উপন্যাস

কওমী মাদ্রাসাগুলোতে শিশু ধর্ষণ নিয়ে লেখা একটি উপন্যাস ‘জননিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত হওয়ায় সেটি নিষিদ্ধ করেছে সরকার। এর কারণ হিসেবে বলা হয়েছে, বইটির কারণে কওমী মাদ্রাসার শিক্ষকদের অনুভূতিতে আঘাত লেগেছে।

২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাইফুল বাতেন টিটোর লেখা ও জংশন প্রকাশনী থেকে প্রকাশিত উপন্যাস ‘বিষফোঁড়া’র বিষয়বস্তু দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থী। বইটি জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

‘বিষফোঁড়া’ উপন্যাসটি চলতি বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়। বইটির প্রকাশক মোশাররফ মাতুব্বর জানিয়েছেন, ওই সময় পুলিশ তাদের কাছ থেকে বইটির ২০টি কপি নিয়ে যান। তবে পরে পুলিশ প্রকাশককে জানিয়েছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে— এমন কিছু তারা বইটিতে খুঁজে পাননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলায় বইটি প্রকাশের পর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। বইটির কারণে কওমী মাদ্রাসার শিক্ষকদের অনুভূতিতে আঘাত লেগেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!