নির্মাণে গুণগত মান রাখতে নির্দেশ দিলেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ নগরীর লালখান বাজার হতে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। এ সময় তিনি নির্মাণ কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীদের।

মঙ্গলবার (৬ আগস্ট) সিডিএ চেয়ারম্যান সরেজমিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় সিডিএর তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমানসহ সিডিএর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৫০ কোটি ৮৪ লাখ টাকা। আগামী চার বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা আছে।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!