ইমরান হোসাইন, পেকুয়া : কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা বাজারে নির্বিচারে এলোপাথাড়িভাবে গুলি চালিয়ে শিশু, স্কুল-কলেজ ছাত্র, ব্যবসায়ী ও পথচারীসহ ১৪ জনকে আহত করার ঘটনায় মামলা রুজু হয়েছে।
রবিবার (৪জুন) রাতে মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা ও ভোক্তভোগী আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। যার নং- ০৫। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে প্রধান আসামী করে আরো ২৮ জনের নাম উল্লেখ্য করে এ মামলা রুজু করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম দীর্ঘদিন যাবৎ তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ফুলতালা বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও ছিনতাই করে আসছিল। আইনগত ব্যবস্থা নিলেও অপকর্ম বন্ধ করেনি তার সন্ত্রাসী বাহিনী।
এরই ধারাবাহিকতা গত শুক্রবার সন্ধ্যায় ফুলতালা বাজারে আধিপত্য বিস্তার করতে গেলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফুলতলা বাজারে নির্বিচারে এলোপাথাড়িভাবে গুলি চালায়।
মামলার অপর আসামীরা হলেন, মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ার মৃত রুস্তম আলীর পুত্র আলী আকবর, মৃত নুরন্নবীর পুত্র জয়নাল আবদিন, কাজী মার্কেট এলাকার মাঈনুল হকের পুত্র আশফাকুর ইসলাম লিটন, সিকদার বাড়ির ছলিম উল্লাহর পুত্র সাজিব, আফজলিয়া পাড়ার মৃত বদিউর রহমানের পুত্র আহমদ কবির রজক, আনোয়ার হোসেনের পুত্র সোনা মিয়া, আশরফ মিয়ার পুত্র গুরা মিয়া, মৃত বদিউর রহমানের পুত্র আবু ছৈয়দ, আশরাফ মিয়ার পুত্র ফারুক, কালার পাড়া এলাকার বশির আহমদের পুত্র হারুনুর রশিদ মানিক, মৃত জাফর আলমের পুত্র কলিম উল্লাহ, উলা মিয়া পুত্র নাজেম উদ্দীন, মৃত নুরুন্নবীর পুত্র আমির হোসেন, আবুল হোসেনের পুত্র মকবুল আহমদ, ছিদ্দিক আহমদের পুত্র আরকান, লাল মিয়ার পুত্র আশরাফ মিয়া, মৃত বদিউর রহমানের পুত্র হুমায়ুন কবির, মৃত রোস্তম আলীর পুত্র আবুল হোসেন, মৃত লাল মিয়ার পুত্র বসরত আলী, আমিনুল হকের পুত্র মাহমুদুল করিম, মাহাদু, মৃত আব্দু সত্তারের পুত্র মো. মাহাদু, মো বাদশার পুত্র শফিউল আলম, মো আবুর পুত্র দেলোয়ার, নুরুল ইসলামের পুত্র নেজাম, মৃত সাচি মিয়ার পুত্র আবুল কাশেম, মৃত ছৈয়দ আহমদের পুত্র নুর মোহাম্মদ বদ, মৃত কবির আহমদের পুত্র জসিম উদ্দীন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিতে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন এজাহারনামীয় আসামী অপর দুজন অজ্ঞাতনামা আসামী। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।