নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
পুনঃনিরীক্ষণে নারাজ, এইচএসসি ফেল শিক্ষার্থীরা চায় অটোপাস : পরীক্ষা নিয়ন্ত্রক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে টানা চতুর্থ দিনের মতো ঘেরাও করেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের মূল ফটক থেকে বের করে দেওয়া হয়। পরে মূল ফটকে তালা লাগিয়ে সেখানে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, পুনঃনিরীক্ষণের আবেদন না করেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এতে কর্মপরিবেশ নষ্ট হচ্ছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের আন্দোলনের পর এ মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, ফলাফল বৈষম্যের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টার পর্যন্ত এইচএসসি পরীক্ষায় ফেল শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করতে থাকে। এতে বোর্ডের কর্মপরিবেশ নষ্ট হওয়ার শঙ্কায় পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে আন্দোলনকারীদের মূল ফটক থেকে বের করে দেয়। এরপর ফটকে তালা দিয়ে শিক্ষা বোর্ডের রাষ্ট্রীয় নথিপত্র রক্ষা ও বোর্ডে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীরা আজকেও শিক্ষা বোর্ড ঘেরাও করে রাখে। এনিয়ে টানা চার দিন ধরে আন্দোলন করছে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের আমাদের শিক্ষা বোর্ডের কর্মপরিবেশকে নষ্ট করছে। অনেক কর্মচারীকে হেনস্তা করেছে। তাদের বলা হয়েছে নিয়মানুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন করার জন্য, কিন্তু তারা তা মানতে নারাজ। তাদের একটাই দাবি, ফেল করা বিষয়ে অটোপাস দিতে হবে। তারা তাদের অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘যারা নিয়মানুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে চট্টগ্রামে বেস্ট শিক্ষক দিয়ে পুনঃনিরীক্ষণ করে ১৩ নভেম্বর রেজাল্ট দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা বোর্ডে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। আন্দোলনকারীদের মধ্যেও অনেক দুষ্কৃতকারী থাকতে পারে। তারা এ আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। শিক্ষা বোর্ডে রাষ্ট্রীয় নথিপত্র রক্ষা ও বোর্ডে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।’
শিক্ষা বোর্ডের মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, উপ-সচিব বেলাল হোসেন, উপ-কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক।
আরএ/ডিজে