গরিবের জন্য জহরলালের হ্যান্ড স্যানিটাইজার

নিজ উদ্যোগে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী। করোনাভাইরাসের বিস্তার রোধে রোববার (২২ মার্চ) বিকেলে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মূলা অনুযায়ী তা তৈরি করেন বলে জানা গেছে।

এ বিষয়ে জহরলাল হাজারী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন আতঙ্কের বিষয়। এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য মূলত আমরা এসব তৈরি করছি। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাজার থেকে হ্যান স্যানিটাইজার উধাও হয়ে নিম্ন আয়ের মানুষগুলোর নাগালের বাহিরে চলে গেছে। আর এই মুহূর্তে তারাই বেশি ঝুঁকির মুখে। তাছাড়া শবে মিরাজ উপলক্ষে এলাকার মসজিদগুলোতে মুসল্লীদের ভিড় থাকবে। তাদের আমরা জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন থাকতে সহায়তা করবো।

তিনি আরও জানান, একটি বেসরকারি সংস্থায় কর্মরত কেমিস্ট রূপেশ বড়ুয়া এ স্যানিটাইজার তৈরিতে সার্বক্ষণিক সহযোগিতা করেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!