নিম্নমানের প্রাণ প্রিমিয়াম ঘি, ৬ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে

নিরাপদ খাদ্য আইনে প্রাণ ডেইরিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ১২ নভেম্বর এ রায় দেন চট্টগ্রামের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুস্মিতা আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী।

এর আগে গত ২০ জুলাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন মোহাম্মদ শের আলী।

জানা গেছে, গত ৩ জুলাই লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট ও চুনতিবাজার থেকে বিক্রয় নিষিদ্ধ নিম্নমানের প্রাণ প্রিমিয়াম ঘি জব্দ করেন লোহাগাড়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। এরপর ২০ জুলাই বাদী হয়ে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন তিনি। মামলায় প্রাণ ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লোহাগাড়ার পরিবেশক মো. নুরুল আবছারকে অভিযুক্ত করা হয়। গত ১২ নভেম্বর মামলার শুনানিতে আদালত প্রাণ ডেইরি লিমিটেডকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদণ্ড করেন।

উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী জানান, বিভিন্ন অভিযোগে আরও ৫টি মামলা আদালতে চলমান রয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!