নিম্নমানের খেজুর চড়া দামে বেচে জরিমানা গুণল ফলমণ্ডির ৩ প্রতিষ্ঠান

নিম্নমানের খেজুর বিক্রি করে জরিমানা গুনেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ফলমণ্ডির তিন প্রতিষ্ঠান।

শনিবার (২৫ মার্চ) বিকালে চট্টগ্রামের কোতোয়ালী থানার ফলমণ্ডি বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্য্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং প্রতীক দত্ত এই অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত আলী জেনারেল ট্রেডিংকে ১০ হাজার, ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার ও আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথী ফ্রুটসের স্বত্বাধিকারী বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

s alam president – mobile

জানা গেছে, গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে ৪০ হাজার ২৪ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। যার গড়মূল্য কেজি ৮৯ টাকা ৩৬ পয়সা। তবে পাইকারি বাজারে বিভিন্ন জাতের এসব খেজুর চড়াদামে বিক্রি হচ্ছে।

তবে আমদানি মূল্যের চাইতে তিন চারগুণ বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে।

রমজান মাস এলেই দেশি-বিদেশি ফল চড়া দামে বিক্রি করতে একটি চক্র গড়ে তোলে আমদানিকারক ও কমিশন এজেন্টরা।

Yakub Group

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!