নিমতলায় ইকবাল-আবদুলের ডেরায় ওয়াসার অভিযান, অবৈধ পানির বড় ব্যবসার খোঁজ

এমপি লতিফের নাম ভাঙিয়ে চলছিল অবৈধ বাণিজ্য

ওয়াসার পানির অবৈধ ব্যবসার খোঁজ নিতে গিয়ে চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টারের ওপর হামলার ঘটনার পর টনক নড়েছে চট্টগ্রাম ওয়াসার। চট্টগ্রাম নগরীর বন্দর থানার পশ্চিম নিমতলা আব্দুল লতিফ সড়কের দোতলা মসজিদ এলাকার হাজী ইউসুফ সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করেছে ওয়াসা। এতে ৬টি অবৈধ সংযোগ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

ওয়াসার পানির অবৈধ ব্যবসার খোঁজ নিতে গেলে চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার রিমন সাখাওয়াতের ওপর হামলা চালায় ইকবাল-আবদুল চক্র।
ওয়াসার পানির অবৈধ ব্যবসার খোঁজ নিতে গেলে চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার রিমন সাখাওয়াতের ওপর হামলা চালায় ইকবাল-আবদুল চক্র।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ ব্যবসার মূল হোতা ইকবাল হোসেন ও আবদুল পালিয়ে যান। তবে ইকবালের ছেলে তানজিমকে আটক করে বকেয়া এক লাখ টাকা বিল আদায় করা হয়েছে।

নিমতলায় ইকবাল-আবদুলের ডেরায় ওয়াসার অভিযান, অবৈধ পানির বড় ব্যবসার খোঁজ 1

এর আগে চারটি ওয়াটার পাম্পের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার পানি সংরক্ষণ করে বিক্রি করার তথ্য যাচাই করতে গিয়ে চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রিমন সাখাওয়াত নগরের বন্দর থানার পশ্চিম নিমতলা আব্দুল লতিফ সড়কের দোতলা মসজিদ এলাকার হাজী ইউসুফ সওদাগরের বাড়িতে গিয়ে হেনস্থার শিকার হন। এর একপর্যায়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা নিজেদেরকে স্থানীয় সাংসদ এমএ লতিফের ‘আত্মীয়’ বলে পরিচয় দেন। এ ঘটনায় অবৈধ ওয়াসার পানির লাইন ব্যবহার করা ইকবাল হোসেনসহ তার সহযোগী আব্দুল ছাড়াও ১০-১২ জনের বিরুদ্ধে নগরের বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক রিমন।

নিমতলায় ইকবাল-আবদুলের ডেরায় ওয়াসার অভিযান, অবৈধ পানির বড় ব্যবসার খোঁজ 2

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পশ্চিম নিমতলা এলাকায় অভিযানে গিয়ে ওয়াসার ছয়টি অবৈধ সংযোগ পাওয়া গেছে। অবৈধ সংযোগগুলো অপসারণ করা হয়েছে। অবৈধ সংযোগে ব্যবহৃত চারটি মোটরসহ নানা সরঞ্জাম জব্দ করেছি।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করতে গিয়ে চোরাই লাইন ব্যবহার করা ইকবাল হোসেনকে পাওয়া যায়নি। এর ফলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। এছাড়া ইকবাল হোসেনের ভাতিজা মৃত মাহমুদের ছেলে তানজিমকে আটক করে বকেয়া বিল এক লাখ টাকা আদায় করা হয়েছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক রিমন সাখাওয়াতের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম উদ্বেগ প্রকাশ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm