নিঝুম দ্বীপে চিকিৎসা সামগ্রী দিলো জেসিআই

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা কেন্দ্রীয় নিঝুম দ্বীপের একমাত্র ২৪/৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বাঁচানোর ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে।

শিশুদের নোয়াখালী প্রকল্প অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লোকাল প্রেসিডেন্ট জেসি জি আশিকুর রহমান ভূঁইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট মিসেস মেহজাবীন আজিজ, প্রাক্তন লোকাল প্রেসিডেন্ট আবু তালেব সিদ্দিক ও জেলা প্রশাসক সালাহউদ্দিন।

এছাড়াও নোয়াখালী অঞ্চলের মামনি নিউনেটাল এন্ড চাইল্ড সারভাইভাল প্রজেক্ট, নবজাতক ও (এমএনসিএসপি), সেভ দ্য চিলড্রেনের সদস্য, প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিঝুম দ্বীপে অবস্থিত ২৪/৭ ইউএইচ এবং এফডব্লিউ হল একমাত্র স্বাস্থ্যসেবা যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে অবস্থিত নিঝুম দ্বীপের প্রত্যন্ত বিচ্ছিন্ন দ্বীপ ৩০,০০০ এরও বেশি কিশোরী এবং গর্ভবতী মহিলাদের সেবা দিয়ে থাকে। সরবরাহকৃত ওষুধ এবং চিকিৎসা সামগ্রী এ দ্বীপের গর্ভবতী মহিলাদের এবং কিশোরীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা পরিসেবা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!