s alam cement
আক্রান্ত
৭৫৩৬৩
সুস্থ
৫৩৮৯৮
মৃত্যু
৮৮৫

নিজ ঘরে খেলছিল শিশু, পাহাড় ধসে চাপা পড়ল মাটির নিচে

0

কক্সবাজার শহরে নিজ ঘরে খেলার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তামিম ইকবাল (৫) ওই এলাকার মো. রুবেলের ছেলে।

নিহতের বাবা রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রাতে ঘরের ভিতরে বাচ্চা খেলা করছিল। হঠাৎ করে বাচ্চা যেদিকে খেলা করছিল সেদিকে পাহাড় ধসে পড়ে।

পাহাড় ধসের মাটি ঘরের ওপর পড়লে মাটির নিচে বাচ্চা চাপা পড়ে যায়। বাচ্চাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, কক্সবাজার থেকে পাহাড় ধসে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এএন/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm