চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক সেনা সদস্য।
শুক্রবার (৩ জুলাই) রাত নয়টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটের হাসনাবাদ এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম মো. মোমিন। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সেনা কর্তৃপক্ষ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।’
মুআ/এমএফও