নিজঘরে পড়েছিল সাতকানিয়ার ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত লাশ

0

নিজের ঘর হতে মনছফ আলী নামের ৪৫ বছরের এক ব্যবসায়ীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টার পর চট্টগ্রামের সাতকানিয়া খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনছফ আলী ওই এলাকার মৃত এনু মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেলে চা পাতা সাপ্লাইয়ের ব্যবসা করেতন।

নিহতের ছোট ভাই মুহাম্মদ হোসেন জানান, ‘রাতে খাবার খেয়ে স্বাভাবিকভাবে ঘুমাতে যান বড় ভাই মনছফ আলী। তিনি কক্ষের ভিতর থেকে দরজা লক করে ঘুমিয়ে ছিলেন। পরেরদিন দুপুর পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকলে ভাইয়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন। রাতে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত লাশ উদ্ধার করেন। লাশের পাশ হতে একটি দা পাওয়া গেছে।’

s alam president – mobile

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশটি ও ঘটনাস্থল দেখে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। লাশটি আজ (বৃহস্পতিবার) ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!