নিখোঁজ হওয়ার ৬ দিন পর চট্টগ্রামের বাঁশখালীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় জলকদর খালের বাহারছড়া রত্নপুর অংশ থেকে পুলিশ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত নুর উল্লাহ মাপি স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। সে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের নুরুল আনসারের ছেলে।
মাপির বাবা নুরুল আনসার বলেন, ‘গত ১১ অক্টোবর সন্ধ্যায় ইলশা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে মাপি নিখোঁজ হয়। কোথাও তার খোঁজ না পাওয়ায় বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করি। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করার পর লাশের শরীরে থাকা জামা ও গলার তাবিজ দেখে মাপিকে শনাক্ত করি।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ ও ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।’
ডিজে