নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার মহেশখালীতে

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী দক্ষিণ সাইরায় নিখোঁজের তিনদিন পর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) চকরিয়া উপজেলার ঢেমুশিয়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর নাম মাহিয়া (৭)। সে মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইরার ডেইল গ্রামের আয়াত উল্লাহর মেয়ে।

জানা গেছে, গত ৩০ নভেম্বর সকালে স্কুলে গিয়ে বিকালে বাড়ি ফেরেনি মাহিয়া। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে পরদিন মহেশখালী থানায় জিডি করেন তার বাবা।

এরপর পুলিশ তল্লাশি চালিয়ে চকরিয়া থেকে মাহিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm