নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিনদিন পর এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর নামক গ্রামের একটি পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইমামনগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মো. আক্তার হোসেন (৫৫) গত তিনদিন আগে নিখোঁজ হন।

পরে তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়রি করে।

শনিবার সকালে একই এলাকার একটি পুকুরে তার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে এসআই মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশটি উদ্ধার করেন।

এসআই মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় ট্রাকচালক আক্তার হোসেন গত তিনদিন আগে নিখোঁজ হন। তার স্বজনরা খোঁজাখুঁজি পর না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। শনিবার দুপুরের দিকে একই এলাকার ইমামনগর গ্রামের একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।‘

তিনি আরও বলেন, ‘লাশটি অর্ধগলিত ছিল। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm