নিখোঁজের ৩দিন পর বিএনপি কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিন দিন পর মোহাম্মদ জামশেদ নামের ৩২ বছর বয়সী এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর দুইটা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বসতনগর এলাকার উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামশেদ সীতাকুণ্ডের মুরাদপুর দেলীপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে এবং তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে, গত ১১ নভেম্বর রাতে এলাকার কয়েকজন যুবক জামশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে গত ১২ নভেম্বর সীতাকুণ্ড থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেন জামশেদের স্ত্রী। এতে অজ্ঞাতনামা ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে নিখোঁজের তিনদিন পরও জামশেদের কোনো খোঁজ না পাওয়ায় শনিবার দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন তার স্বজনেরা। ওই দিন দুপুরেই এলাকার উপকূল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জামশেদের ছোট ভাই মোহাম্মদ নাছিম বলেন, ‘আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান সরকার দলের ক্যাডাররা আমার ভাইয়ের উপর বেশ কিছুদিন আগেও একবার হামলা চালিয়েছিল। সর্বশেষ গত ১১ নভেম্বর আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করে। শনিবার দুপুরে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাই আমরা।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বলেন, ‘শনিবার দুপুরে দক্ষিণ বসতনগর এলাকার সাগর উপকূল থেকে ভাসমান অবস্থায় মো. জামশেদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। লাশের সুরতাল প্রতিবেদনের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm