নিখোঁজের ২ দিন পর আনোয়ারার বৃদ্ধের লাশ মিলল বাঁশখালীতে

নিখোঁজের দু’দিন পর চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদী থেকে আনোয়ারার হরিপদ ঘোষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড়ে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে হরিপদ ঘোষের মরদেহ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

জানা গেছে, হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার ১ নম্বর ওয়ার্ড কড়াইপাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে । হরিপদ জে সি নাট্যগোষ্ঠী শক্তিমান কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় পরৈকোড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এম তৌহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে তালসরা মুরালিখালের পাড়ে কাপড় খুলে অজ্ঞাত কারণে পানিতে নামেন হরিপদ ঘোষ। ওখানে তিন ডুব দেওয়ার পর নিখোঁজ হয়ে যান। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন শুক্রবার বরকল ব্রিজ এলাকায় তাকে ভাসতে দেখা গেলেও আবার অদৃশ্য হয়ে যায়। রোববার সকালে পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু নদীর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm