নিখোঁজের পরদিন চসিক গাড়িচালকের লাশ মিললো সাগরিকায়

0

নিখোঁজ হওয়ার একদিন পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গাড়িচালক মুহাম্মদ আবুল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে পাহাড়তলী থানা পুলিশ। নগরীর সাগরিকা টোল রোড এলাকা থেকে বুধবার (২৬ জুন) আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়িচালক আবুল হোসেন গত ২৫ জুন (মঙ্গলবার) থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন সকালে গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হন তিনি। দুপুর থেকেই বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনের সংযোগ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, ‘সাগরিকা টোল রোডের পাশ থেকে বুধবার আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। এরপর রাতে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।’

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!