চট্টগ্রামের নিউমার্কেটের নিচতলায় একটি ফ্যাশন হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘জেন্টেলম্যান’ নামের ওই ফ্যাশন হাউসটিতে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে ওই ফ্যাশন হাউসটিতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও বের করা যায়নি।