নিউ এরা ডিফেন্স একাডেমির সফল ৫১ শিক্ষার্থী পেলো সংবর্ধনা

চট্টগ্রামের নিউ এরা ডিফেন্স একাডেমির ৫১ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি রেস্টুরেন্টে তে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে নিউ এরা ডিফেন্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এক্স. লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ মেরিন একাডেমি, সেনা, নৌ এবং বিমানবাহিনীতে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে তুলতে কাজ করছে নিউ এরা ডিফেন্স একাডেমী। এ বছর সারাদেশে চান্স পাওয়া ৫১ জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বাংলাদেশ মেরিন এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ, সঠিক গাইড লাইন এবং প্রয়োজানীয় পরামর্শ দিতে ২০১৯ সালের যাত্রা শুরু করে নিউ এরা ডিফেন্স একাডেমি। বর্তমানে শিক্ষার্থী প্রায় ৫ হাজার। আমাদের অভিজ্ঞ ও বিচক্ষণ প্রশিক্ষকের অক্লান্ত পরিশ্রমের সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এতে উপস্থিত ছিলেন নিউ এরা ডিফেন্স একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এক্স. লেফটেন্যান্ট দেবায়ন চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ) এক্স. লেফটেন্যান্ট কমান্ডার আজিম আল সাত্তার ও চান্স প্রাপ্ত মেরিন ক্যাডেটরা।

আরএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!