নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রুকলিনের পিএস ১৭৯ স্কুল মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে শত শত মুসল্লি অংশ নেন।

মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মনির আহমদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মো. হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, মিরসরাই সমিতির সাবেক সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন, অ্যাটর্নি মঈন চৌধুরী, আবু তালেব চান্দু, আহবায়ক মো. আবু তাহের, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।

আরও বক্তব্য দেন প্রধান সমন্বয়কারী আবু কাশেম, সমন্বয়কারী আইয়ুব আলী আনসারী, চট্টগ্রাম সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সদস্য সচিব মীর কাদের রাসেল, যুগ্ম সচিব মো. ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি তারেকুল হায়দার চৌধুরী প্রমুখ।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) মিলাদ মাহফিলে আসা অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Yakub Group

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন নিউ কার্ক ব্রুকলিনের বেলাল মসজিদের খতিব ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও লেখক-গবেষক আল্লামা মুহাম্মদ এমদাদুল হক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!