চট্টগ্রামের পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদ এলাকায় ১৫ শতক সরকারি জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পাঁচলাইশ থানা পুলিশ সদস্যদের সহায়তায় প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।
জানা গেছে, এক অবাঙালি দীর্ঘদিন ধরে এই জমি দখলে রেখেছিল। এটি নিয়ে আদালতে মামলা হলে আদালত সরকারের পক্ষে রায় দেয়।
রায়ের পরও ওই ব্যক্তি ভুমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. উমর ফারুকের নেতৃত্বে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এই জমির দখল বুঝে নেন এবং সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি। চট্টগ্রাম জেলার মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে। এই ক’দিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি।’
এমএফও