রাজধানী ঢাকার রমনা থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার রমনা থানার নাশকতা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুল হক ভুঁইয়া মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসলাম চৌধুরীর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে রমনা থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
এমএহক