চট্টগ্রামে নাশকতা মামলায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মকবুল আহমদ ভূইয়া (৫২) জামায়েত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক।
সোমবার (৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নগরীর কোতোয়ালী থানার জুবিলী রোড তিন পোলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মকবুল আহমদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ ইউনিয়নের জাফর আহম্মদের ছেলে। নগরীর নন্দনকানন এলাকার ২ নম্বর গলিতে থাকেন তিনি।
পুলিশ সূত্র জানায়, চান্দগাঁও থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি মকবুল আহমদ ভূইয়া। তিনি জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক। নাশকতা মামলায় তাকে তিন পোলের মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরএম/ডিজে