রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে নাশকতাচেষ্টার অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভবাজার মাছ বাজার থেকে মো. সাইফুল ইসলাম সাবুকে আটক হয় বলে অভিযোগ যুবদল নেতাদের। পরে তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, মো. সাইফুল ইসলাম ওরফে সাবু জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক।
রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম অভিযোগ করে বলেন, ‘রিজার্ভবাজার মাছ বাজার থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে জেলা যুবদল নেতা সাবুকে আটক করা হয়। এখন সাবু কোথায় আছে আমরা এখনো জানতে পারিনি।’
এদিকে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নাশকতার চেষ্টার অভিযোগে যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।’
ডিজে