নারী দিবসে চট্টগ্রামের সমুদ্রসৈকতে গণধর্ষণের শিকার কলেজছাত্রী

বন্ধুকে বেঁধে রাখা হয় গাছের সঙ্গে

চট্টগ্রামের সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজশিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অন্তত চার যুবক ধর্ষণে জড়িত ছিল।

শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সীতাকুণ্ড মহিলা কলেজের এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যান। বেড়িবাঁধ পার হয়ে সাগরপাড়ে যাওয়ার সময় আচমকা চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানের জঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর বন্ধু রাকিবকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে অন্তত চার যুবক পালাক্রমে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পড়ুয়া ওই ছাত্রীকে উদ্ধার করেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্রসৈকতের দূরত্ব ৫ কিলোমিটার। স্থানীয়দের কাছে এই সৈকত ‘মুরাদপুর সি বিচ’ নামে পরিচিত। সৈকতের তিন দিকে শোভাবর্ধন করছে ছোট ছোট ম্যানগ্রোভ বন। আর অন্যদিকে সমুদ্র।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm