নারী উত্যক্তকারীকে বাসা ছাড়তে বলে হামলার শিকার কলোনি মালিক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কলোনিতে নারীদের উত্যক্ত করলে বাসা ছাড়তে বলে বিপাকে পড়েছেন কলোনি মালিক। বাসা ছেড়ে দিতে বলায় হামলা, ভাংচুর চালায় ওই উত্যক্তকারী। হামলায় আহত কাশেম কলোনির মালিকের পুত্র আবু বক্কর চৌধুরী বাদি হয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

নগরীর চান্দগাঁও এলাকার বরিশ্যাইল্লা বাজার এলাকার উকিলবাড়ি সড়কের কাশেম কলোনির অফিসে হামলার ঘটনাটি ঘটে।

YouTube video

কলোনির মালিক আবুল কাশেম চৌধুরীর পুত্র আবু বক্কর চৌধুরী বলেন, ‘আমাদের কলোনির ফাতেমা নামে এক ভাড়াটিয়ার ছোট ভাই মো. আনসার কলোনির মহিলাদের উত্যক্ত করে বলে ভাড়াটিয়ারা অভিযোগ করেন। আমাদের ভাড়াটিয়াদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা বখাটে আনসারকে বাসা ছেড়ে চলে যেতে বলি। ওই সন্ধ্যায় কিছুক্ষণ পর সে আরো বখাটে কিছু ছেলেকে নিয়ে এসে আমাদের কলোনির অফিস ভাংচুর ও লুটপাট করার পাশাপাশি আমার আব্বা ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় মামলা বা আইনের আশ্রয় নিলে জানে মেরে ফেলারও হুমকি দেয়।’

মামলার এজাহারে ১০ জন হামলাকারী ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন মো. ইমন, মো. আনসার, জাহিদ, ফরহাদ, ফোরকান, সাকিব, আবদুর রহিম, মুরাদ উদ্দিন ও রুবেল।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm