নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য করতো তারা

চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে নারীদের বাধ্য করতো তারা। দেশের বিভিন্ন স্থান থেকে এই নারীদের আনা হতো। এদের কেউ কিশোরী, কেউ বা তরুণী। চট্টগ্রামের বিভিন্ন স্থানে এনে এই নারীদের অসামাজিক কাজে বাধ্য করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় অপ্রাপ্তবয়স্ক কিশোরীসহ ৪ ভুক্তভোগী নারীকে র‍্যাব উদ্ধার করেছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরী ও তরুণীদের চট্টগ্রাম নিয়ে আসতো এই চক্রটি। এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সুমন নামে এক যুবক কিশোরীদের এনে চট্টগ্রামে জড়ো করত। তারপর তাদের বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত করতো। খবর পেয়ে র‍্যাবের একটি টিম চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm