নাফ নদী সাঁতরে টেকনাফে ঢুকছিল তিন ব্যক্তি, বিজিবি দেখে ফেলে গেল ৩ বস্তা ইয়াবা

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে তিন ব্যক্তি ঢুকছিল বাংলাদেশের জলসীমায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তার তিন বস্তা ইয়াবা ফেলে পালিয়ে যায়। সেসব বস্তা থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ২০ হাজার ইয়াবা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার ভোরে জেলেপাড়া সীমান্তের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসছে বলে খবর পাওয়া যায়। এরপর এলাকাটিতে অবস্থান নেয় বিজিবির একটি দল।

বিজিবি ওই সময় নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে তিন ব্যক্তিকে বাংলাদেশের জলসীমায় ঢুকতে দেখে। ওই ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে মিয়ানমারের পালিয়ে যান। ভাসমান অবস্থায় ওই তিনটি বস্তা উদ্ধার করে বিজিবি।

পরে বস্তা তিনটি থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm