নানার বাড়ি গিয়ে শিশুর মৃত্যু পুকুরে ডুবে

0

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ বছর বয়সী ওই শিশুর নাম রায়হান।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের কালা ড্রাইভার বাড়িতে এই ঘটনা ঘটেছে।

মারা যাওয়া রায়হান উপজেলার কাটাছড়া ইউনিয়নের কাজী গ্রামের বেপারি বাড়ির মাঈন উদ্দিনের পুত্র।

s alam president – mobile

জানা গেছে, কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এর একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখা যায়।

সেখান থেকে দ্রুত উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!