নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাঁশখালীতে

0

চট্টগ্রামের বাঁশখালীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে মীম আকতার (৪) নামের রাউজানের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে শিশুটির লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত মীম আকতার রাউজান পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মো. জালালের শিশু কন্যা।

জানা যায়, নিহত মীম রোববার (২৩ জুন) মায়ের সঙ্গে বাশঁখালী তার নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে সোমবার দুপুরে সে খেলাতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ মীমকে না দেখে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএইচ

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!