নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশফাড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল মজিদ (৩২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের ডি-১ এর বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

ঘুমধুম ইউনিয়ন পরিদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বাইশফাড়ি সীমান্তে সোমবার ভোররাতে বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দিলে তারা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তল্লাশি শুরু করে। একপর্যায়ে দুপুরে ক্ষতবিক্ষত লাশের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রাতে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উপজেলার ঘুমধুম সীমান্তে থুয়াইংগা ঝিড়ি নামক স্থানে স্থলমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা যুবক নিহত হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!