বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি সদস্যরা ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি এসবিবিএল ও ৮টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দূর্গম লেদুরমুখ এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
জানা গেছে, কিছু অস্ত্রধারী ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, কাঠ পাচার ও পরিবহণসহ যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রি পাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ’
এর আগে গত ৪ সেপ্টেম্বর ১১ বিজিবির বিশেষ অভিযানে ৫টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসএস