নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মামলা নথিবদ্ধ করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘২৩ নভেম্বর ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন থানায় এসে এজাহার দেন। পুলিশ তদন্ত শেষে ২৬ নভেম্বর তা নথিবদ্ধ করেছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনার সময় তুমব্রু সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সংঘর্ষ হয়। সেখানে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই কর্মকর্তা রেজোয়ান আহমেদ নিহত হন। তাছাড়া র‌্যাবের একজন সদস্যও আহত হন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm