নাইক্ষ্যংছড়ির পাহাড় থেকে গুলি, ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

ইয়াবা পাচারকারীদের গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম সীমান্তে এই ঘটনা ঘটে।

আহত দুই বিজিবি সদস্যের নাম ফরিদ উদ্দিন ও মৃত্যুঞ্জয়। এর মধ্যে ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং মৃত্যুঞ্জয়কে বিজিবি সেক্টর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা চালান আসার কথা জানতে পেরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবির একটি টহল দল তুমব্রু ও বাইশফাড়ির মাঝামাঝি এলাকায় যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বিজিবির টহল দলের ওপর পাহাড়ের ওপর থেকে হঠাৎ গুলি চালাতে শুরু করে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এর একপর্যায়ে দুই বিজিবি সদস্য ফরিদ উদ্দিন ও মৃত্যুঞ্জয় পায়ে গুলিবিদ্ধ হন।

ইয়াবা পাচারকারীদের ধরতে সীমান্তে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!