চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার এক বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লব দেব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পল্লব দেব (২৮) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মিলন দেবেরে ছেলে। পল্লব পরিবারের সঙ্গে নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকার এক নম্বর গলির বাসায় থাকতেন। ওই বাসাতেই তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পল্লব দেবের মামাতো ভাই শান্তনু দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রোববার (৩ সেপ্টেম্বর) রাতে পল্লব দেব ও তার বোন বাসায় ছিল। সকাল ১১টার দিকে পল্লবকে তার বোন দরজা বন্ধ অবস্থায় ডাকাডাকি করলে কোনো সাড়া পাচ্ছিলো না। এরপর তার বোন আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। এরপর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের উপস্থিতিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লবের মরদেহ উদ্ধার করা হয়।’
শান্তনু দাশ বলেন, ‘আমাদের জানা মতে, কারও সঙ্গে পল্লবের বিরোধ ছিল না। তবে পরিবারিক কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ছিল বলে আমরা জানতে পেরেছি। এই কারণে পল্লব আত্মহত্যা করতে পারে বলে আমাদের ধারণা।’
কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই ) তোফাজ্জল হোছাইন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৯৯৯-এ মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লবের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পল্লব আত্মহত্যা করেছে। আমাদের তদন্তের কাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
আরএম/ডিজে